Action for Social Development (ASD) কর্তৃক পরিচালিত ERP-II project হতে গত 21- 25 May, 2023 তারিখে Staff Capacity Building Training on Case Management এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ এর উদ্বোধনীর আয়োজন করা হয় Camp-27 এর Conference Hall এ যেখানে Assistant CiC Mr. Mostaq Ahmed উদ্বোধনী ঘোষণা করেন এবং এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য এএসডিকে ধন্যবাদ জানান। পরবর্তীতে টেকনাফ এ অবস্থিত Milky Resort Conference Hall এ প্রশিক্ষণের বাকি দিনগুলো চলমান থাকে।
দাতা সংস্থা Diakonie Katastrophenhilfe & German Federal Foreign Office এর আর্থিক সহায়তায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Click link for detail: ERP Capacity Building Training
Facebook link: