২২জুন, ২০২৩ তারিখে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট – এসইপি’র আওতায় বাস্তবায়নাধীন ‘পরিবেশগত চর্চা প্রতিপালনের মাধ্যমে জামদানি পণ্যের অগ্রগামী বাজার সম্প্রসারণ’ – শীর্ষক উপ-প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের প্রকল্প অবহিতকরণ সভা বিসিক জামদানি শিল্পনগরী কার্যালয়, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এ অনুষ্ঠিত হয়, আয়োজনেঃ সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সহযোগিতায়ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এএসডি’র নির্বাহী পরিচালক জনাব এম. এ. করিম এর সভাপত্বিতে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় নি¤œলিখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেনঃ
মোঃ বায়োজিদ হোসেন, প্রধান কর্মকর্তা, বিসিক জামদানি শিল্প নগরী, মোঃ জহুরুল ইসলাম, সভাপতি, বিসিক জামদানি শিল্প নগরী প্লট সমিতি, মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী, হাট কমিটি, সাবেক সভাপতি, হাট কমিটি, ইউনিট ম্যানেজার, ডিএসকে, মোঃ বজলুর রহমান, প্রজেক্ট ম্যানেজার, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, জনাব জিয়া উদ্দীন, প্রজেক্ট সুপারভাইজার, জনাব সাদিয়া আক্তার মিম, ফিল্ড ফ্যাসিলিটেটর, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, এসইপি, এএসডি, এছাড়া এএসডি’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব হামিদুর রহমান, হেড অব ফিন্যান্স জনাব সুবর্ণা জেসমিন, হেড অব এডমিন এন্ড এইচআর জনাব সিপার আহমেদ, কো-অর্ডিনেটর, ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার রেসপন্স জনাব সত্যব্রত দাস সহ জামদানী পল্লির মোট ৫৩ জন সভায় উপস্থিত ছিলেন।