এএসডি ইমার্জেন্সি রেসপন্স প্রকল্প, টেকনাফ
অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডির সহযোগীতায় এবং ডিয়াকনি ক্যাটাসট্রোপেনহিলফে (ডিকেএইচ) এর আর্থিক সহায়তায় শিশুশ্রম, মানব পাচার,নারী নির্যাতন, মাদকের ব্যবহার ও বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান।