সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় গত ১ আগস্ট ২০২৩ ইং তারিখ বিসিক জামদানি শিল্প নগরী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন কার্যক্রম করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তারাবো পৌরসভা, মোছাঃ জোসনা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯ নং ওয়ার্ড তারাবো পৌরসভা, জনাব মোঃ বায়েজিদ হোসেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা , জনাব মোঃ জহুরুল ইসলাম প্লট মালিক সমিতির সভাপতি এবং জনাব আলী আজমন, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের চিফ অপারেশন অফিসার (মাইক্রোক্রেডিট) । ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর নির্বাহী পরিচালক জনাব এম এ করিম। এছাড়া উপস্থিত ছিলেন এএসডি’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব হামিদুর রহমান, হেড অব ফিন্যান্স জনাব সুবর্না জেসমিন এবং হেড অব প্ল্যানিং, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন জনাব লুrফুন নাহার কান্তা । ক্যাম্পেইন কার্যক্রমের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। এরপর এলাকার ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনগণের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও বর্জ্যদানি বিতরণ করা হয়। ম্পেইন কার্যক্রমে জামদানি প্লট মালিক ও উদ্যোক্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।